জল্পনা চলছিল। সেই জল্পনাই সত্যি হল। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক হতে চলেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সূত্রের খবর, করোনার কারণে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা।
গত শনিবারই ভোররাতে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোহিত শর্মার কোভিড হয়েছে। পরদিন আরও একবার পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই রিপোর্ট আর আসেনি। বোর্ডের মনোভাব দেখে অন্য একটি মহলে জল্পনা চলছিল, হয়তো ফিট হয়ে উঠছেন রোহিত শর্মা। রোহিত না খেলতে পারলে তাঁর জায়গায় ঋষভ পন্তের নেতৃত্ব দেওয়া নিয়েও জল্পনা চলছিল। কিন্তু, সেই জল্পনাতেও জল ঢালল বুধবারের এই সংবাদ। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের আগে জসপ্রীত বুমরার অধিনায়ক হওয়া নিয়ে জল্পনাতেই সিলমোহর বসাল বিসিসিআই।
রোহিত শর্মার বিকল্প হিসেবে দলে যোগ দেন ময়াঙ্ক আগরওয়াল। সম্প্রতি তেমন ভাল ছন্দে নেই তিনি। এজবাস্টনের নেটেও খুব স্বস্তিতে ব্যাট করতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে, দারুণ মেজাজে রয়েছেন বিরাট কোহলি। কে এল রাহুলও ইংল্যান্ড সফরে নেই। শুভমন গিলের সঙ্গে কে ওপেন করতে নামেন, ওয়াকিবহালমহলে আগ্রহ রয়েছে তা নিয়েও।