জাতীয় দল থেকে ফিরেই ঝলসে উঠলেন জয়দেব উনাদকাট। নিজের প্রথম ২ ওভারে তুলে নিলেন ৫ উইকেট! করলেন দুর্দান্ত হ্যাটট্রিকও। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে বল করতে এসে পিচে রীতিমতো আগুন ঝরালেন ভারতীয় দলের এই প্রতিভাবান বোলার। প্রবল প্রতাপান্বিত জয়দেব উনাদকাটের সামনে পড়ে একেবারে পর্যুদস্ত হয়ে পড়ে দিল্লির ব্যাটিং লাইন-আপ। এক সময় শূন্য রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। উনাদকাটের হ্যাটট্রিকের মধ্যে দিয়েই তৈরি হল নতুন রেকর্ড। এই প্রথম রঞ্জির ইতিহাসে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন কোনও বোলার। উল্লেখ্য, কিছু দিন আগেই ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে উনাদকাটের। এক যুগ পর টেস্ট দলে ফিরেছিলেন তিনি।
যদিও হ্যাটট্রিক করেই থেমে থাকেননি জয়দেব। তিনি নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আরও ২টি উইকেট তুলে নেন।