মুম্বই ইন্ডিয়ানসের প্রতিপক্ষ হয়ে জয় ছিনিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দল হিসেবে প্লেঅফে KKR । এতদিন কলকাতার খেলা থাকলেই গ্যালারিতে স্বমহিমায় উপস্থিত থাকতেন কিং খান। শনিবার ঘরের মাঠে শেষ ম্যাচে আসতে পারেননি শাহরুখ। কিন্তু গ্যালারি ভরে ছিলেন বলি থেকে টলির প্রথম সারির সেলেবরা।
Loksabha election 2024: চতুর্থ দফার নিরাপত্তায় থাকবে প্রায় ৬০০ কোম্পানি বাহিনী, কোন কেন্দ্রে কত জওয়ান?
শাহরুখ না এলেও, এদিন ইডেনের মাঠে ছিলেন জুহি চাওলা। সঙ্গে ছিলেন শাহরুখ কন্যা সুহানা খান এবং তাঁর বেস্ট ফ্রেন্ড অনন্য পাণ্ডে। অন্যদিকে টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত শনিবার উপস্থিত ছিলেন ইডেনে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভুললেন না অনন্যা, সুহানারা। সব মিলিয়ে ঘরের মাঠে কলকাতার ম্যাচে নাইটদের সমর্থনে তারার অভাব ছিল না।