১৬-তম এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হয়েছে ৩০ অগাস্ট থেকে। সরকারিভাবে এই টুর্নামেন্টের আয়োজন পাকিস্তান (Pakistan) হলেও টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ আয়োজিত হবে শ্রীলঙ্কাতেও (Sri Lanka)। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সুপার ফোরে উঠতে পারলে দুই দল ফের মুখোমুখি হবে আগামী ১০ সেপ্টেম্বর। আর, দুই দলই ফাইনালে উঠলে, ফের মুখোমুখি হতে পারে ১৭ সেপ্টেম্বর।
আরও পড়ুন: চাপ যাঁর, ম্যাচ তাঁর, এশিয়া কাপে পাক ম্যাচের আগে এই উপলব্ধি কার ?
১৯৮৬ সালের এশিয়া কাপকে বাদ দিলে সব এশিয়া কাপ ওডিআইতে অংশগ্রহণ করেছে ভারত। এই টুর্নামেন্টের সবথেকে সফল দেশও হল টিম ইন্ডিয়া। প্রথম এশিয়া কাপ (১৯৮৪) এবং সাম্প্রতিকতম এশিয়া কাপ (২০১৮)-এর জয়ী দলও ভারত। এশিয়া কাপের ৪৯টা ওডিআই খেলে ভারতের জয় ৩১টিতে। একমাত্র শ্রীলঙ্কাই এগিয়ে রয়েছে এই পরিসংখ্যানে। তারা জিতেছে ৩৪টি ম্যাচ।
১৯৯০-৯১ সাল বাদ দিলে সবকটি এশিয়া কাপে অংশগ্রহণ করেছে পাকিস্তান। জিতেছে ২০০০ সাল ও ২০১২ সালে। রানার্স হয়েছে ১৯৮৬ সাল এবং ২০১৪ সালে। শ্রীলঙ্কা ও ভারতের পর সবথেকে সফলতম দেশও পাকিস্তান। ৪৫টি ম্যাচ খেলে জিতেছে ২৬টি ম্যাচ।
এখনও পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। ভারত সামান্য এগিয়ে। জয় পেয়েছে ৭টি ম্যাচে। পাকিস্তান জিতেছে ৫টি ম্যাচ।