টিম ইন্ডিয়া বললেই প্রথমে মাথায় আসে মেন ইন ব্লু। কিন্তু বাকি অর্ধেক আকাশও তো সমান তালেই মাঠে নেমেছে। দেশে প্রথমবার শুরু হচ্ছে ওমেন প্রিমিয়ার লিগ। শনিবারের সন্ধ্যেয় হয়ে গেল তারই জমকালো উদ্বোধন।
কিয়ারা আদভানি - কৃতি স্যাননদের নাচ দিয়ে শুরু হল অনুষ্ঠান। গানে গানে মঞ্চ মাতালেন ইন্ডো-কানাডিয়ান পপ-গায়ক এপি ধিঁলো। সব মিলিয়ে একেবারে তারকাখচিত সন্ধ্যের সাক্ষী থাকল ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ২২ গজের দুনিয়ার তাবড় তাবড় ব্যক্তিত্বরা সাক্ষী থাকল ঐতিহাসিক মুহূর্তের।
WPL 2023: পিছিয়ে গেল মহিলা আইপিএল-এর ম্যাচ, কখন শুরু খেলা?
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তে আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে ডব্লিউপিএল-এর প্রথম ম্যাচও। সাড়ে ৭ টার পরিবর্তে খেলা শুরু হবে রাত আটটায়।
প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টস।