২২ গজে কিং কোহলি, আর ভিআইপি গ্যালারিতে ক্যুইন অনুষ্কা। মাঠে এই জুটিকে এভাবে দেখতে বেজায় ভালবাসেন বিরাটের অনুরাগীরা। সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। প্রায় বছর পাঁচেক অনুষ্কাকে পর্দায় দেখা যায় না। অকায়-এর জন্মের পর প্রথমবার মাঠে অনুষ্কা। বিরাটের ম্যাচ দেখতে স্বমহিমায় গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি।
আর অনুষ্কা মাঠে থাকলে তাঁর দিকে বারংবার ক্যামেরা যে ঘুরবেই তা আর বলার অপেক্ষা রাখে না। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB বনাম GT-এর ম্যাচে অনুষ্কা এসেছিলেন। বিরাট ভাল খেললে তাঁর চোখে মুখে খুশির ঝলক, চাপের সময় অনুষ্কার মুখে টেনশনের ছাপ। আর গোটা ম্যাচে যেন বিরাটের মুখে বাড়তি উৎসাহ ছিল অনুষ্কাকে দেখে।