ম্যাচ শুরু আগে প্রবল দোলাচলে ছিল কলকাতা নাইট রাইডার্স। হেরে গেলেই ছিটকে যেত টুর্নামেন্ট থেকে। এই জায়গা থেকেই সানরাইজার্স হায়দরাবাদকে শনিবারের ম্যাচে তারা হারিয়ে দিল ৫৪ রানে। প্রথমে ব্যাট করে কেকেআর ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান। বিনিময়ে হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলল ১২৩ রান। ম্যাচের নায়ক আন্দ্রে রাসেল। তিনটি চার ও চারটি বিশাল ওভার বাউন্ডারি মেরে ২৮ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন কেকেআর ব্যাটিং-এর এই স্তম্ভ।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আয়ার। পুণের মাঠে একাধিক বার আগে ব্যাট করে ম্যাচ জিতেছে দলগুলি। সেই হিসেবের উপরেই ভরসা রেখেছিলেন তিনি। তবে শুরুটা ভাল হয়নি কলকাতার। এক ওভারে রাহানে এবং নীতীশ রানাকে ফিরিয়ে দিয়ে কলকাতাকে চাপে ফেলে দিয়েছিলেন উমরান মালিক। তাঁর বলেই আউট হয়ে ফেরেন শ্রেয়স। মাত্র ১৫ রান করেন তিনি। তারপরই ম্যাচটি ধরে নেন স্যাম বিলিংস ও আন্দ্রে রাসেল। ৩৪ রান করে বিলিংস ফিরলেও, ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থাকেন রাসেল।