এবারের মতো আইপিএল-এ নাইটদের (Kolkata Knight Riders) যাত্রা শেষ। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ২ রানে হেরে আইপিএল থেকে ছিটকেই গেল কেকেআর। প্লে অফে যাওয়া আর হল না নাইটদের। ইডেনও দেখতে পাবে না ঘরের দল কেকেআরকে। কলকাতাকে হারিয়ে সুপার জায়ান্টস পৌঁছে গেল প্লে অফে।
বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুপার জায়েন্টস। কে এল রাহুল সঙ্গী কুইন্টন ডি’ কক ২১০ রান তোলেন । নাইটরা একটিও উইকেট ফেলতে পারেনি লখনউয়ের। ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করে রাহুল ও কুইন্টন ডি’ কক আইপিএলের ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। আরও একটি ইতিহাস গড়ল লখনউ। প্রথমে ব্যাট করে গোটা কুড়ি ওভার ব্যাট করে গেলেন লখনউয়ের দুই ওপেনার। এমন নজির নেই কোনও দলেরই।
লখনউ সুপার জায়ান্টসের রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কেকেআর শিবির। ভেঙ্কটেশ আইয়ার ০ রানে, অভিজিৎ তোমারও ৪ রানে আউট হন। হতাশ করেন আন্দ্রে রাসেলও। কিন্তু এদিন তিনি মাত্র ৫ রানে ফেরেন ডাগ আউটে। সুনীল নারিন ও রিঙ্কু সিং মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ২ রানে হেরে যায় কেকেআর।