বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের । প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে । তবে, ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই দেখা গেল নাইটদের । হায়দরাবাদে গিয়ে হায়দরাবাদি বিরিয়ানিতে মজলেন রাসেল, গুরবাজরা । কলকাতা নাইট রাইডার্সের টুইটার পেজে সেই ভিডিও শেয়ার করা হয়েছে ।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিরিয়ানি খাচ্ছেন নাইটরা । বিশেষ করে বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়াইজা, জেসন রয়দের দারুণ লেগেছে বিরিয়ানি । আর আন্দ্রে রাসেলের নাকি সব খাবারই ভাল লাগে । বলতে শোনা গেল সুনীল নারাইনকে । তবে বিরিয়ানি হোম ডেলিভারি নিয়েছেন রহমানুল্লা গুরবাজ । হোটেলের ঘরেই ছিলেন তিনি । তাই তাঁর জন্য পার্সেল করে বিরিয়ানি নিয়ে যাওয়া হয় । বিরিয়ানির গন্ধ শুঁকেই পাগল হয়ে যান গুরবাজ।
বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে নামবে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এই মরশুমে দুই টিমই ভাল শুরু করতে পারেনি। ইডেনে (Eden Gardens) কলকাতাকে ২৩ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবারের লড়াই তাই বদলার ম্যাচ কেকেআরের। কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সানরাইজার্সের হ্যারি ব্রুক। এই ম্যাচে তাঁর সেই ফর্ম ফিরে আসে কিনা, তা দেখার অপেক্ষায় অধিনায়ক মারক্রম। এদিকে নিজেও আর সেই ফর্মে নেই অধিনায়ক। কেকেআরের বিরুদ্ধে বড় রান তোলার খিদে নিয়েই নামবে সানরাইজার্স।