শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে চলতি আইপিএলে (IPL 2022) দ্বিতীয় বার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে লিগ টেবিলে রয়েছে সপ্তম স্থানে। এখনও ২'টি ম্যাচ বাকি রয়েছে তাদের। এই দুটি ম্যাচে জিতলে প্লে-অফে (Play off) ওঠার সম্ভাবনা আরও সুদৃঢ় হতে পারে কেকেআরের। ইতিমধ্যেই চোটের জন্য কেকেআর (KKR) শিবির থেকে ছিটকে গিয়েছেন দলের অন্যতম স্তম্ভ প্যাট কামিন্স। তাই, শনিবারের ম্যাচের আগে বেশ চাপে শাহরুখ খানের দল।
আরও পড়ুন: ভুয়ো অ্যাকাউন্টে ভরে গিয়েছে, ইলন মাস্কের 'টুইটার ডিলে' মুলতুবি
অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এই মুহূর্তে লিগ টেবিলে রয়েছে ষষ্ঠ স্থানে। ১০ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের। তাদের এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। অর্থাৎ, শনিবারের ম্যাচ এই দুই দলের কাছের মরণবাঁচনের ম্যাচ। যে দলই হেরে যাবে সে দলই প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে।
সানরাইজার্স হায়দরাবাদ এর আগের ২'টি ম্যাচেই হেরে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে তাই জিততে মরিয়া কেন উইলিয়ামসনের দল। প্লে-অফে জায়গা নিশ্চিত করার জন্য এর পরের তিনটি ম্যাচেই তাদের জিততে হবে।
প্রসঙ্গত, চলতি আইপিএলে এই দুই দলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ২২ বার। সেখানে অনেকটাই এগিয়ে কেকেআর। কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে ১৪'টি ম্যাচে। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে রয়েছে ৮'টি জয়।