৮৬ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রীতিমতো থরহরিকম্পমান দশা হয়েছিল টিম ইন্ডিয়ার। সেইসময়ই 'মসিহা' হয়ে মাঠে আবির্ভাব কে এল রাহুলের। তাঁর অতি বিচক্ষণ ১০৩ বলে ৬৪ নট আউট দলকে লক্ষ্যের গণ্ডি টপকে দেয় সহজেই। পরে সাংবাদিক সম্মেলনে তাঁর ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে কে এল রাহুল জানান, দলের অধিনায়ক রোহিত শর্মা চাইছিলেন তিনি ৫ নম্বরে দলের স্তম্ভ হয়ে উঠে হাল ধরুন। তাতে মিডল অর্ডারেও উন্নতি হবে।
সেই কাজ যে অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন রাহুল, সেই বিষয়ে কারও সংশয় নেই। তিনি আরও জানান, ৫ নম্বরে ব্যাট করতে নামা তাঁকে স্পিন বোলিং-এর বিরুদ্ধেও অনেক দক্ষ করে তুলেছে।
তিনি বলেন, "৫ নম্বরে ব্যাট করতে নামার ফলে খেলাটাকে বুঝতে আরও সুবিধা হয়েছে আমার। এই পজিশনে স্পিন খেলতে পারাটা খুব জরুরি। আমি যদিও বল ব্যাটে আসা পছন্দ করি। তবে রোহিত এই ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছে যে, ও চায় আমি ৫ নম্বরে ব্যাট করি। আমি সেই চেষ্টাই করছি"।