গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে হারের ঘটনা এখনও স্মৃতি থেকে যায়নি কেএল রাহুলের। একটা ছোট ভুল না করলে আরও বেশিক্ষণ তিনি ক্রিজে থাকতে পারতেন বলে মনে করেন রাহুল। তা নিয়ে আফশোস এখনও যায়নি তাঁর। অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬৬ রান করেছিলেন কেএল রাহুল। মাত্র একটি বাউন্ডারি মেরেছিলেন গোটা ইনিংসে। যার ফলে ম্যাচের পরে প্রবল সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল তাঁকে।
তাঁর কথায়, "বিশ্বকাপ ফাইনালের কথা তো ভোলা সম্ভব না! স্টার্ক ভয়ঙ্কর হয়ে উঠছিল। ওকে খেলতে গিয়েই অতিরিক্ত সতর্ক হতে গিয়ে ওর বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। আমার পর্যবেক্ষণে ভুল ছিল। আরও অনেকক্ষণ ক্রিজে থাকা উচিত ছিল আমার। তাতে স্কোরবোর্ডেও বাড়তি বেশ কিছু রান যোগ করতে পারতাম। যা আমাদের উপকারেই লাগত শেষমেশ"।