ছেঁড়া জিনস পরে আসা যাবে না কলেজে (Ripped jeans banned in Kolkata College)। এই আদেশ না মানলে সংশ্লিষ্ট পড়ুয়াকে দেওয়া হবে টিসি! এমনই বিজ্ঞপ্তি জারি করল কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের (Acharya Jagadish Chandra Bose College) কর্তৃপক্ষ। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। কর্নাটকের কলেজে হিজাব কাণ্ডের পর ফের এমন এক নির্দেশ জারিতে স্পষ্টতই অসন্তোষ রয়েছে ছাত্রমহলেও।
আরও পড়ুন: বৃষ্টির পূর্বাভাস রাজ্যের কয়েকটি জেলায়, তবে এখনই রেহাই নেই ভ্যাপসা গরম থেকে
তাঁরা এই নির্দেশকে (Ripped jeans banned in Kolkata college) 'অযৌক্তিক' এবং 'চাপিয়ে দেওয়া' বলে উড়িয়ে দিয়েছেন। 'কৃত্রিমভাবে ছেঁড়া জিনস'-কে 'রুচিবিরুদ্ধ পোশাক' বলে ব্যাখ্যা করে নোটিস টাঙানো হয়েছে কলেজের দেওয়ালে।
এই নির্দেশের পর উঠে আসছে বিভিন্ন যুক্তি। এই ধরনের পোশাক কলেজে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে বলেও অনেকের মত। কারও মতে, কে কী পোশাক পরবেন, তার ওপর এমন নির্দেশ জারি করা 'ফতোয়া' দেওয়ারই সামিল।