বাংলা নববর্ষে ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স । তার আগে বাংলার মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নাইটরা । সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ারদের ছবি পোস্ট করে 'শুভ নববর্ষ' জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স । শুধু তাই নয়, শনিবার সাংবাদিক বৈঠকের পর বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টিও বিতরণ করেন মেন্টর গৌতম গম্ভীর ।
বাংলা নববর্ষ । তাই, নাইটরা শুভেচ্ছাও জানিয়েছেন বাংলাতে । কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া পেজে ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'নতুন বছর ভালো কাটুক, পয়লা বৈশাখের শুভেচ্ছা!' তারপর ইংলিশে লেখা, হাড়ি ভর্তি পিঠে ও রসগোল্লা পাঠানো হল সবাইকে ।
রবিবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের । পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার শ্রেয়স ব্রিগেডের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভাল ক্রিকেট খেলেও হারতে হয়েছে লখনউকে। কলকাতার বিরুদ্ধে জিততে মরিয়া রাহুলরা । এদিকে, নববর্ষে ঘরের মাঠে দলকে আরও একটা জয় এনে দিতে চান নারিন-রাসেলরা।