ফের কলকাতায় লিওনেল মেসি? হ্যাঁ, শোনা যাচ্ছে এমনটাই। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই ভারত ও বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। যে উদ্যোগের নেপথ্যে রয়েছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। এর আগে তাঁর উদ্যোগেই ২০১৫ সালে পেলে কলকাতায় এসেছিলেন দ্বিতীয়বার। এসেছেন মারাদোনা, দুঙ্গা, কাফু, এমিলিয়ানো মার্তিনেজের মতো বিশ্ব ফুটবলের একের পর এক মহাতারকা। মেসি আগামী বছরের গোড়াতে কলকাতায় এলে তিনি এই নিয়ে দ্বিতীয়বার পা রাখবেন তিলোত্তমার মাটিতে। এর আগে, ২০১১ সালে আর্জেন্তিনা দলের সঙ্গে কলকাতায় এসেছিলেন মেসি।
উল্লেখ্য, এই মুহূর্তে আর্জেন্তিনা দলের হয়ে কোপা আমেরিকায় খেলতে ব্যস্ত মেসি। সেমিফাইনালে তাঁর দেশ মুখোমুখি হবে কানাডার। গতবারের কোপা আমেরিকা ট্রফি জিতে নিয়েছিল লিওনেল মেসির আর্জেন্তিনা। এবারের ট্রফিটিও বুয়েনস আয়রসে নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর এলএমটেন।