ফুটবল সম্রাটের (Pele) প্রয়াণ স্তব্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে, আর ফুটবলের বর্তমান তারকারা, যাদের স্বপ্ন দেখা শুরু হয়েছিল দেওয়ালে টাঙানো পেলের পোস্টারে তাকিয়ে, তাঁরা কী বলছেন?
পেলের ব্যাটন এখন তাঁর হাতে, দলে ১০ নম্বর জার্সির মালিক তিনিই, সেই নেইমার ()Neymar Jr) পেলের মৃত্যুতে লিখলেন, “পেলের আগে ১০ শুধুই একটা সংখ্যা ছিল, ফুটবল শুধুই একটা খেলা ছিল। সব কিছু পাল্টে দিয়েছিলেন পেলে। ফুটবলকে শিল্প বানিয়ে দিয়েছিলেন তিনি। গরীব এবং বিশেষ করে কৃষ্ণাঙ্গদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন পেলে। পেলে নেই কিন্তু তাঁর জাদু থেকে যাবে"।
Pele Dead: সিংহাসন ছেড়ে চিরবিদায় ফুটবলের মুকুটহীন সম্রাট পেলের, শোকস্তব্ধ গোটা বিশ্ব
পেলের সঙ্গে নিজের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সদ্য বিশ্বকাপজয়ী মেসি লিখলেন, "শান্তিতে বিশ্রাম নিন"।
কাতার বিশ্বকাপে আলোড়ন ফেলে দেওয়া ফরাসি তারকা কিলিয়ান এমব্যাপে লিখলেন, ফুটবল সম্রাট আমাদের ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু ফুটবলে তাঁর উত্তরাধিকার থেকে যাবে'।
৮২ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে।