দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে নিজের ২০০ তম টেস্ট উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন ভারতীয় পেসার মহম্মদ মহম্মদ শামি। তৃতীয় দ্রুততম ভারতীয় পেসার হিসাবে এই নজির গড়লেন বাংলা রঞ্জি টিমের তারকা।
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংস ৪৪ রানে ৫ উইকেট নেন শামি। সেই সুবাদে ১১তম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। পঞ্চম ভারতীয় পেসার হিসেবে এই মাইল ফলক ছুঁয়ে ফেললেন শামি।
মজার তথ্য হল, শামি কেরিয়ারের ১০০তম টেস্ট উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নেই। একই প্রতিপক্ষের বিরুদ্ধে একই মাঠে শামি কেরিয়ারের ১০০ ও ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন।
তৃতীয় দ্রুততম ভারতীয় পেসার হিসাবে এই নজির গড়লেন শামি। শামি কেরিয়ারের ৫৫তম টেস্টে ২০০ উইকেট নিলেন। কপিল দেব ৫০তম টেস্টে এবং শ্রীনাথ ৫৪তম টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন।