ট্রফি জিতে তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস মেসির (Lionel Messi) মধ্যে । মাঠে শিশুর মতো নাচছেন, সতীর্থদের জড়িয়ে ধরছেন । দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন । এরপরেই আরও একটা ছবি দেখা গেল মাঠে । গ্যালারি থেকে ছেলেদের নিয়ে মাঠে এলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো (Antonella Roccuzzo) । ছেলেদের কোলে তুলে নিলেন মেসি (Messi) । আর ক্যামেরাবন্দী হল স্বামী -স্ত্রীর আবেগের মুহূর্ত ।
মেসি-আন্তোনেল্লার প্রেম সর্বজনবিদিত । তাঁদের সেই ছোট্টবেলার প্রেম । ২০১৭-তে বিয়ে । সাফল্যের শীর্ষে উঠলেও অ্যান্তোনেলা রোকুজ্জোকে ছাড়া অন্য কারও কথা ভাবেননি আর্জেন্টিনার তারকা । কথায় আছে, প্রত্যেক সফল ব্যক্তির পিছনে একজন নারীর হাত রয়েছে । আন্তোলেল্লার ক্ষেত্রেও তা কিছুটা মিলে যায় বইকি । মেসির ভাল সময়ে যেমন পাশে থেকেছে আন্তোনেল্লা । তেমনই খারাপ সময়ে লড়াইয়ের শক্তি দিয়েছেন । মেসির সব খেলাতেই স্টেডিয়ামে থেকেছেন । আর তাঁর উপস্থিতি যেন মাঠে লড়াইয়ে আরও শক্তি জুগিয়েছে মেসিকে । মেসির সংগ্রাম কাছ থেকে দেখেছেন আন্তোনেল্লা, অনুভব করেছেন । মেসির মতো তিনিও দেখেছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন । তাই এদিন,হাতে ট্রফি নিয়ে কেঁদে ফেললেন আন্তোনেল্লা । এই ট্রফির জন্যই তো কত বছরের সংগ্রাম,রাতের পর রাত জাগা...স্ত্রীকে জড়িয়ে ধরে আবেগে ভাসলেন মেসিও । তাঁদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে হাতে বিশ্বকাপ নিয়ে দাঁড়িয়ে আন্তোনেল্লা । আর ছবি তুলছেন মেসি । কোনও ছবিতে আবার ট্রফিতে চুম্বন এঁকে দিচ্ছেন মেসির স্ত্রী । তাঁদের প্রেমমাখা আবেগের মুহূর্ত দেখা গেল মাঠে ।
আরও পড়ুন, Lionel Messi- Sachin Tendulkar: ১১ বছরের আগের স্মৃতি উসকে দিল মেসি, ভাইরাল দুই ১০ নম্বর জার্সির গল্প
মেসির কাছে যখন পরিচিতি ছিল না, জনপ্রিয়তা ছিল না, কিছুই ছিল না ঠিক তখন থেকে তাঁর সঙ্গে রয়েছেন আন্তোনেল্লা । হাজারও ঝড়ঝাপটা আসলেও তার কোনও আঁচ লাগেনি তাঁদের ভালবাসায় । এভাবেই বেঁচে থাক লিও ও আন্তোনেল্লার ভালবাসা ।