কাতার বিশ্বকাপে শেষ আটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা (Argentina)। আগামির লক্ষ্য স্থির। কিন্তু এর মাঝেই রবিবার সন্ধেটা বিশেষ ভাবে কাটালেন লিওনেল মেসি (Lionel Messi)। সময় দিলেন পরিবারকে।
রবিবার সন্ধেটা স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর (Antonela Roccuzzo) সঙ্গে চুটিয়ে উপভোগ করলেন লিও। সেই বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। যেখানে দেখা যাচ্ছে স্ত্রী আন্তোনেলাকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি।
বিশ্বকাপে এখনও একধাপ পিছিয়ে রয়েছে পর্তুগাল। শেষ আটে পৌঁছতে গেলে তাদের সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হবে। কিন্তু রবিবার ট্রেনিং থেকে পর্তুগালকে ছুটি দিয়েছিলেন কোচ।
আর কারণেই রবিবার সন্ধেটা স্ত্রীর সঙ্গে নিজের মতো করে কাটালেন রোনাল্ডো (cristiano ronaldo)। রবিবার রোনাল্ডোর হোটেলে পৌঁছে যান তাঁর স্ত্রী জিওর্জিনা (Georgina Rodriguez)। সেই বিশেষ মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রোনাল্ডো পত্নী।
আরও পড়ুন- অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ছবি নয়, সিদ্ধান্তে অনড় ফরাসি নায়ক এমবাপে