লুসেইল স্টেডিয়াম । বিশ্বকাপ (Fifa World Cup 2022) ট্রফি হাতে আর্জেন্টিনা (Argentina) । অবশেষে স্বপ্নপূরণ । স্টেডিয়ামে তখন নীল-সাদা উচ্ছ্বাস । চোখের জল বাঁধ মানছে না কারও । চারিদিকে মেসি...মেসি (Lionel Messi)...রব । তখন স্টেডিয়ামের এক প্রান্তে বসে মেসির স্ত্রী, তিন ছেলে । মেসি ট্রফি জিততেই স্ত্রী ও ছেলেরা ছুটে এলেন মাঠে । সবার চোখেই তখন জল । ছেলেরা ছুঁয়ে দেখলেন ট্রফি । স্বপ্নপূরণের ট্রফিতে এঁকে দিল চুম্বন । ছেলেদের কথা,স্ত্রীয়ের কথা রাখতে পেরেছেন । সেই আনন্দ, প্রশান্তি দেখা গেল মেসির চোখে-মুখে ।
মেসি বড় খেলোয়াড়ের পাশাপাশি যে কতটা ফ্যামিলি ম্যান, সেকথা কম-বেশি সকলেরই জানা । খেলা শেষ হওয়ার পর ফ্রান্সের ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময়, তারপর সতীর্থদের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসের পর মাঠে ডেকে নিলেন পরিবারকে । স্ত্রী, সন্তানরা মাঠে আসার পর তাঁদেরও জড়িয়ে ধরলেন মেসি । সেসব ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায় । কোনও ছবিতে দেখা যাচ্ছে ছেলেদের কোলে তুলে নিচ্ছেন মেসি, কোথাও আবার ট্রফি হাতে তিন ছেলে ও স্ত্রীয়ের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন মেসি । যাকে বলে একেবারে পারফেক্ট ফ্যামিলি পিকচার । লুসেইল স্টেডিয়ামের মাঠে সেই পারিবারিক মুহূর্তের সাক্ষ্মী থাকল গোটা বিশ্ব ।
আরও পড়ুন, Argentina's World Cup champions squad: স্বপ্নপূরণের রাত, হুড খোলা বাসে চেপে উদযাপন মেসিদের
রবিবারের ম্যাচের আগেই বাবাকে চিঠি লিখেছিলেন ছেলে থিয়াগো। মেসির স্ত্রী অ্যান্তোনেলা একটি নোটবুকের ছবি শেয়ার করেছেন। একটি রুলটানা নোটবুকে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় গান মুচাচো-র কতগুলি লাইন লিখেছেন। বাবাকে উদ্দেশ্য করে থিয়াগো লিখেছে, আরও একবার আশা তৈরি হয়েছে । সেই আশা পূরণও হল রবিবার ।