বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ইন্সটাগ্রামে লিওনেল মেসিকে শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেছিলেন ১০ লক্ষ অনুরাগী! কোটি কোটি ভক্ত লাইক দিয়েছিলেন বিশ্বকাপ হাতে তাঁর ছবিতে। ইন্সটাগ্রামে আর্জেন্টিনার মহাতারকারকে অনুসরণ করেন সাড়ে ৪২ কেটি ভক্ত। বিশ্বকাপ জেতারআপর তাঁর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ মেসেজ ঢুকতে শুরু করে৷ একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে এত মেসেজ দেখে চোখ কপালে ওঠে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষের। অ্যাকাউন্টটি বন্ধ করে দেন তাঁরা। কিন্তু তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পরিচালনা করেন কে? এতদিন পর লিওনেল মেসি নিজেই সেকথা জানালেন।
মেসি জানিয়েছেন, কোনও পেশাদার ব্যক্তি বা সংস্থা তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পরিচালনা করেন না৷ তিনি নিজেই নিজের ইন্সটাগ্রাম ব্যবহার করেন। মেসি জানিয়েছেন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর লক্ষ লক্ষ মেসেজ আসতে শুরু করেছিল। তিনি তার খুব অল্প সংখ্যকই পড়তে পেরেছিলেন।
৩৫ বছরের ফুটবলার কেরিয়ারে সব সম্মান পেয়েছেন। একমাত্র অধরা ছিল বিশ্বকাপ। সেই মুকুটও উঠেছে তাঁর মাথায়। তারপরে সোস্যাল মিডিয়ায় আনন্দের বাঁধ ভেঙেছে অনুরাগীদের।