বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয়েছে । বিশ্বকাপ (Fifa World Cup ) জিতেছেন লিওনেল মেসি । আর এই সাফল্যের জন্য তিনি বারবার তাঁর সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন । এবার তাঁদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক (Lione Messi) । ওই বিশেষ উপহারের এক-একটির মূল্য ১ কোটির বেশি ।
দ্য সান-এর একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপ জয়ী দলের সব ফুটবলার (Messi's gift for Argentina player) এবং কোচিং স্টাফের জন্য ৩৫ টি আইফোন (I-phone) অর্ডার দিয়েছেন মেসি । তাও আবার গোল্ড প্লেটেড আইফোন । ভারতীয় মুদ্রায় যার এক একটির মূল্য প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা । ২৪ ক্যারাট সোনায় তৈরি হচ্ছে ফোনগুলি । প্রতিটি ফোনে লেখা রয়েছে দলের এক এক জন সদস্যের নাম, রয়েছে জার্সির নম্বরও । আর আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের লোগো রয়েছে ফোনগুলিতে ।
জানা গিয়েছে, বিশ্বকাপ জেতার পর দলের সব সদস্যকে বিশেষ কিছু উপহার দেওয়ার কথা ভেবেছিল মেসি । যেমন ভাবা, তেমনই কাজ । উল্লেখ্য, ২০২২-এ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা ।