ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা (Argentina)। ছুটি কাটিয়ে সোমবার নিজের ক্লাব প্যারিস সাঁ জাঁ-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। মেসি ফিরতেই তাঁকে গার্ড অফ অনার দিলেন ক্লাবের সতীর্থরা। সেই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছে পিএসজি কর্তৃপক্ষ (PSG)।
সোমবার আর্জেন্টিনা থেকে প্রাইভেট জেটে স্ত্রী আন্তোনেলা ও সন্তানদের নিয়ে প্যারিসে এসেছেন লিওনেল মেসি। ডিসেম্বরে কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনায় লম্বা ছুটি কাটিয়েছেন।
আরও পড়ুন: হাঁটুতে অস্ত্রোপচার হবে ঋষভ পন্থের, দেরাদুন থেকে মুম্বইয়ে এনে করা হবে চিকিৎসা
পিএসজি কোচ ক্রিস্পোফে গালতিয়ার আগেই জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে ক্রিসমাস ও নববর্ষের ছুটি কাটিয়ে টিমে যোগ দেবেন লিওনেল মেসি। লিগা ওয়ানের প্রথম দুটি ম্যাচ মিস করেছেন। শুক্রবার বিশ্বকাপের পর প্রথম মাঠে নামবেন লিওনেল মেসি।