বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় (Argentina) পা রাখলেন মেসিরা (Lionel Messi)। বিশ্বচ্যাম্পিয়নদের (World Champion) উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরের (Airport) বাইরের রাস্তায় হাজির হয়েছিলেন কাতারে কাতারে মানুষ।
মঙ্গলবার ভোররাতে রোম থেকে মেসিদের বিমান নামে বুয়েস আইরসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে। আগে থেকেই বিমানবন্দরে এবং তার বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। সূত্রের খবর, ১ লক্ষ ৭৬ হাজার মানুষ অ্যাপের মাধ্যমে বিমানের অবতরণের দিকে নজর রেখেছিল। কারণ আর্জেন্টিনা দলকে ট্রফি হাতে দেখার জন্য উদ্বেল হয়ে উঠেছিল গোটা দেশ।
আরও পড়ুন- জন্মদিন শুভ হল না, ভাল খেলেও বিশ্বকাপের ট্র্যাজিক হিরো কিলিয়ান এমবাপে
বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন মেসি ও দলের কোচ স্কালোনি। তারপর বাকি ফুটবলাররা নামেন। বিমানবন্দরে অপেক্ষা করছিল বিশেষ বাস। তাতে লেখা ছিল বিশ্বচ্যাম্পিয়ন। সেই বাসে করেই বিমানবন্দরের বাইরে বের হন বিশ্বচ্যাম্পিয়ন মেসিরা। মঙ্গলবারই উৎসব করবেন বিশ্বকাপ জয়ী ফুটবল দল সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।