ইন্টার মায়ামিতে প্রথম ম্যাচ লিওর, প্রত্যাশা বাড়ছিল তামাম ফুটবল দুনিয়ার। প্রত্যশা পূরণ করলেন মেসি। অভিষেকের ম্যাচেই জেতালেন দলকে। খেলার একেবারে শেষ পর্যায়ে ফ্রি কিক থেকে গোল করলেন মেসি।
৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। তখন ইন্টারমায়ামি ১-০ তে এগিয়ে। ৬৫ মিনিটে গোল শোধ করে আজ়ুল। শেষে ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজ়ুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন বাইশের বিশ্বকাপ জেতা দলের অধিনায়ক।
ইন্টার মায়ামির অভিষেক ম্যাচেও অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি।