কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে আর্জেন্তিনার। সেমিফাইনালে কানাডার বিরুদ্ধে ম্যাচেও তার ব্যাতিক্রম হল না। মেসি এবং জুলিয়ন আলভারেজের গোলে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল আলবিসেলেস্তেরা।
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড মেটলাইফ স্টেডিয়ামে কানাডা ও আর্জেন্তিনার ম্যাচটি হয়েছিল। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল কানাডাকে। যদিও শুরুতেই একাধিক গোল মিস করে দলটি।
খেলা শুরুর ২২ মিনিটেই প্রথম গোল পায় মেসিরা। প্রথম গোলটি করেন জুলিয়ান আলভারেজ। এবং দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় গোল করেন লিওনেল মেসি। টুর্নামেন্টে এটাই তাঁর প্রথম গোল।