লখনউয়ের(LSG) অশ্বমেধের ঘোড়া থামালো আরসিবি(RCB)। ফেভারিট হিসেবে শুরু করলেও ম্যাচের রং বদলে দেয় আরসিবি। ফাফ ডু-প্লেসিসের দুরন্ত ৯৬ রানের সুবাদে ২০ ওভার শেষে ব্যাঙ্গালোরের(RCB) রান দাঁড়ায় ১৮১। রয়্যাল অধিনায়ককে যোগ্য সঙ্গতে ব্যর্থ প্রাক্তন রয়্যাল অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli)। প্রথম বলেই শূন্য হাতেই ফিরতে হল তাঁকে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই কুইন্টন ডি'ককের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ(LSG)। সাময়িক ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেও মঙ্গলবার আর দলকে বাঁচাতে পারলেন না কেএল রাহুল। ক্রুণাল পাণ্ডিয়ার(Krunl Pandiya) ৪২ রানের সুবাদে কিছুটা সম্মানজনক স্কোর খাড়া করে লখনউ। এরপর শুধু আসা আর যাওয়ার পালা। দীপক হুডা, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডাররা(Jason Holder) শুধু এলেন আর গেলেন। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেও ব্যর্থ হলেন মার্কাস স্টোইনিস। এই অস্ট্রেলিয়কে বধ করলেন তাঁর স্বদেশীয় প্রতিদ্বন্দ্বী যশ হ্যাজলউড।
আরও পড়ুন- IPL 2022: বুধবার পঞ্জাব কিংসের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস, কোভিড বাধা পেরিয়ে জয়ই লক্ষ্য ঋষভ পন্থদের
নির্ধারিত ২০ ওভার শেষে ক্রমাগত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা লখনউয়ের(LSG) স্কোর গিয়ে থামে ১৬৩ রানে। ব্যাঙ্গালোর জয় পায় ১৮ রানে।
এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল রয়্যাল ব্রিগেড(RCB)। অন্যদিকে, দুই থেকে চারে নেমে গেল লখনউ সুপার জায়ান্টস(Lucknow Super Giants)।