শেষ চারে যাওয়ার লড়াইতে দারুণভাবে রয়েছে যে দুই দল, সেই লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে রবিবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। এই ম্যাচ যে দলই জিতুক, সেই দলই শেষ চারের প্রথম দুটি স্থানের কোনও একটি জন্য নিজেদের স্থানটি পোক্ত করে তুলবে।
কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস ১২'টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮'টি ম্যাচে। এই মুহূর্তে তারা লিগ টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে। রাজস্থানের বিরুদ্ধে জয় পেলে প্লে-অফের প্রথম দুই দলের মধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারবে তারা।
অন্যদিকে, ১২'টি ম্যাচের মধ্যে ৭'টি ম্যাচে জয় পাওয়া সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। এখনও শেষ চারে তাদের জায়গা নিশ্চিত নয়। তবে, লখনউয়ের সঙ্গে ম্যাচটিতে জয় পেলে দ্বিতীয়বার আইপিএল খেতাব জেতার দিকে যে তারা আরও একধাপ এগিয়ে যাবে, সে কথা নিশ্চিতভাবে বলা যায়।
চলতি আইপিএলে এই দুই দলের মধ্যে মাত্র একটি ম্যাচই হয়েছে। সেটি জিতেছিল রাজস্থান রয়্যালস।