গতবছর চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান কে এল রাহুল। এই বছর জাতীয় দলের জার্সিতে হায়দরাবাদ টেস্টে ফের চোট পানতিনি। সেই চোট সারিয়ে আইপিএলে প্রত্যাবর্তন। প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করলেন লখনউ অধিনায়ক। ৪৪ বলে ৫৮ রান করে ফেরেন কে এল রাহুল।
আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে NCA রাহুলকে ফিট সার্টিফিকেট দিয়েছিল। জানা গিয়েছিল, লখনউ টিমকে এবার প্রথম থেকেই নেতৃত্ব দেবেন রাহুল। রবিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের ১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছিল লখনউ। সেই সময় তিনি ও নিকোলাস পুরান টিমের হাল ধরলেন।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসন ৫২ বলে ৮২ রান করেন। ২৩ বলে ৪৩ রান করেন রিয়ান পরাগ। ২টি উইকেট তুলে নেন নবীন উল হক। ১টি করে উইকেট পান মহসিন খান রবি বিষ্ণোই।