ইউরোপা লিগ (Europa League) থেকে ছিটকে গেল বার্সালোনা (Barcelona) । ঘরের মাঠে ২-১ গোলে জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchestar United) । প্রথমার্ধে বার্সা ভাল খেললেও, দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ম্যান ইউ-র ফুটবলাররা । শেষ পর্যন্ত বার্সাকে হারিয়ে ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করলো রেড ডেভিলসরা ।
প্রথমে শুরুটা ভালই করেছিল বার্সালোনা । প্রথমার্ধে তাঁরাই এগিয়ে ছিল । বিরতির পর খেলতে নেমেই সমতায় ফেরে ইউনাইটেড । ৭৩ মিনিটে আন্তনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড । একই পথে হাঁটেন ফ্রেদও । তৃতীয় শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড । এই গোলেই জয় নিশ্চিত হয় ম্যান ইউর ।