১৮ অগস্ট ইতিহাসে প্রবেশ করলেন ভারতীয় ফুটবলার মনীষা কল্যাণ। উয়েফা মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ভারতীয় হিসেবে অংশগ্রহণ করলেন তিনি। তাঁর দলের নাম- সাইপ্রাস অ্যাপোলোন লেডিজ এফসি। তাঁর দল ২-০ ব্যবধানে ম্যাচে এগিয়ে থাকার সময় ম্যারিলেনা জর্জিয়ুর পরিবর্তে মাঠে নামেন মনীষা। কোনও গোল করতে পারেননি তিনি। তবে, মাঠে নেমেই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।
উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডে মনীষার দল ৩-০ গোলে হারাল লাটভিয়ার ক্লাব রিগাস এফএস'কে।
এর আগে, ২০ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার প্রথম ভারতীয় হিসেবে ব্রাজিলের বিরুদ্ধে গোল করার অমোঘ রেকর্ডও ভরেছিলেন নিজের ঝুলিতে। সাইপ্রাসে যাওয়ার আগে ৩ বছর গোকুলাম কেরালা এফসি'র হয়ে খেলেছিলেন মনীষা কল্যাণ।