ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর! ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে যে ১০ নম্বর জার্সি পরে 'হ্যান্ড অব গড' (Hand of God) গোলটি করেছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona), সেটির নিলাম (Diego Maradona jersey auction) হবে। অনলাইনে নিলাম শুরু হবে ২০ এপ্রিল থেকে। চলবে ৪ মে পর্যন্ত। নিলামে ওই জার্সিটির ন্যূনতম দর রাখা হয়েছে ৪ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ কোটি টাকা!
আরও পড়ুন: শো স্টপার রিয়া চক্রবর্তী! ফ্যাশন উইকে ব্ল্যাক বিউটি হয়ে চোখ ধাঁধানো লুকে বঙ্গ তনয়া
বিশ্ব ফুটবল নিয়ে সামান্যতম উৎসাহ আছে এবং 'হ্যান্ড অব গড'-এর (Hand of God) সম্বন্ধে জানে না, এমন মানুষ মেলা ভার। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের (1986 World cup) কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার (England vs Argentina) ম্যাচে গোলটি করেছিলেন ফুটবলের 'রাজপুত্র' দিয়েগো আর্মান্দো মারাদোনা। ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে করা গোলটিকে রেফারি 'হেড' ভেবে ভুল করে ফেলেন। তারপরই মারাদোনার সেই চিরস্মরণীয় উক্তি- 'এই গোলের নেপথ্যে রয়েছে ঈশ্বরের হাত'! ওই ম্যাচেই এই 'কুখ্যাত' গোলটির মিনিট চারেক বাদে ইংল্যান্ডের ৫ ডিফেন্ডার কাটিয়ে মারাদোনা (Diego Maradona) যে গোলটি করেছিলেন, সেটিকে পরে 'শতাব্দীর সেরা গোল' অ্যাখ্যা দিয়েছিল ফিফা।
জার্সিটির নিলামের দায়িত্বে থাকা ব্রাহাম ওয়াচারের কথায়, 'বিশ্বক্রীড়ায় খুব অল্প যে চিরকালীন সংগ্রহযোগ্য বস্তুগুলি রয়েছে, তাদের মধ্যে এই জার্সি অন্যতম। বিশ্বক্রীড়ার ইতিহাসেও মুহূর্তটি স্মরণযোগ্য'।