মাত্র কয়েক ঘণ্টা আগেই খবর ছড়িয়েছিল, বক্সিং কে বিদায় বলছেন মেরিকম। ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নের মুখে এবার অন্য সুর। জানালেন, তিনি অবসর নেওয়ার কথা বলেননি। তাঁকে ভুল বোঝা হয়েছে।
৪১ বছরের বক্সার জানালেন, অবসরের সিদ্ধান্ত নিলে তিনি নিজেই মিডিয়াকে জানাবেন। অলিম্পিক্স পদকজয়ী বক্সার জানালেন, তিনি ডিব্রুগড়ের একটি স্কুল ইভেন্টে বলেছিলেন, তাঁর মধ্যে এখনও জেতার খিদে আছে, কিন্তু বয়সের জন্য অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না'। মেরি কমের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।
Hooghly News: পোষা হাঁসদের বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, শেষ দেখে ছাড়তে চান চুঁচুড়ার তিথি
এখনও দিব্যি খেলছেন, নিজের ফিটনেসের ওপর নজর রাখছেন, দাবি মেরি কমের।