এই বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Boxing) রিঙে দেখা যাবে না ভারতীয় বক্সার মেরি কমকে (Mary Kom)। এশিয়ান গেমস (Asian Games) থেকেও নিজেকে সরিয়ে নিলেন তিনি। যুবদের বেশি করে সুযোগ দিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেরি।
ভারতের বক্সিং ফেডারেশনকে ৩৯ বছরের এই বক্সার জানিয়েছেন, বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের প্রস্তুতির জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
এই বছর তুরস্কের শহর ইস্তানবুলে বসতে চলেছে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ৬ মে থেকে ২১ মে পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। এই বছরের কমনওয়েলথ গেমসের আসর শুরু হবে ২৮ জুলাই থেকে। আর এশিয়ান গেমস হবে ১০ সেপ্টেম্বর।