তাঁরা দুজন এক ক্লাবেই খেলেন। তবে, তা সত্ত্বেও, দুজনের মধ্যে যে গাঢ় বন্ধুত্ব রয়েছে, এমন দাবি কেউই করেন না। এবার সেই দুজনের মধ্যে একজন কিলিয়ান এমবাপে জানালেন, বিশ্বকাপ ফাইনালের পর তিনি কথা বলেছিলেন লিওনেল মেসির সঙ্গে। ২০২২ সালের বিশ্বকাপে সদ্য চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ঐতিহাসিক ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা ৩-৩ ড্র করার পর সেটি পেনাল্টি শুট পর্যন্ত গড়ালে শেষ হাসি হাসে মেসির দল। কিন্তু, তারপর কী কথা হয়েছিল? ফাইনালের ১০ দিন বাদে এমবাপে বলছেন, 'ফাইনালের পর আমি লিও-র সঙ্গে কথা বলেছিলাম। ওঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম। ওঁর মতোই আমিও একইভাবে জিততে চেয়েছিলাম ফাইনালটা। সব ফুটবলারেরই তো এই স্বপ্ন থাকে। তবে, সেটা পূরণের জন্য অতি চমৎকারভাবে দক্ষ হয়ে উঠতে হয়'।
উল্লেখ্য, একই ক্লাবে খেলেন দুজনেই। তবে, প্যারিস সেন্ট জার্মানের হয়ে ইতিমধ্যেই বুধবার একটি ম্যাচ এমবাপে খেলে ফেললেও, মেসি এখনও ক্লাবে যোগ দেননি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উল্লাসেই আপাতত ব্যস্ত কিংবদন্তি।
অন্যদিকে, বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিতর্ক অব্যাহত। ফাইনালে ম্যাচের ২৩ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় আর্জেন্টিনা। তার জন্যই ফের ফাইনালের দাবী জানানো হয়েছে। ইতিমধ্যেই এই দাবিতে ফরাসি সমর্থকদের (France Supporter) থেকে সই সংগ্রহ করে পিটিশন ফাইল করা হয়েছে। জানা গিয়েছে, পিটিশনে ইতিমধ্যেই সই করেছে প্রায় দু'লক্ষ মানুষ। সংখ্যাটি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।