৩৬ বছরের অভিশাপ কাটিয়ে আর্জেন্টিনা ঘরে তুলেছে বিশ্বকাপ (FIFA World Cup 2022)। স্বপ্নপূরণ হয়েছে মেসির। তবুও বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে পারলেন না আর্জেন্টিনার ফুটবল তারকারা। ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন মারাদোনা, সেবারেও তারা বিশ্বকাপ নিয়ে ফিরতে পারেননি দেশে। কেন?
আসলে কোনও দলকেই আসল ট্রফি দেওয়া হয় না। বদলে জয়ী দলকে দেওয়া হয় একটি ব্রোঞ্জের প্রতিমূর্তি। যা দেশের কাছে থাকে। আর আসল সোনায় মোড়া বিশ্বকাপ ফিরে যায় সুইৎজারল্যান্ডের জুরিখে। সেখানেই আরও ৪ বছরের ফিফার মিউজিয়ামে সজ্জিত থাকে জুলে রিমে ট্রফি। বিশ্বকাপের সময় আবার আয়োজক দেশে নিয়ে যাওয়া ট্রফিটি।
Argentina Goalkeeper Martinez : অদ্ভূত ভঙ্গিতে 'অহেতুক' বিতর্ক, সমালোচনায় বিদ্ধ ফাইনালের নায়ক
ফিফার নিয়ম ছিল, তিনবার বিশ্বকাপ জিতলে সেই দেশকে ট্রফিটি দিয়ে দেওয়া হয়। ১৯৭০ সালে বিশ্বকাপ জেতার পর জুলে রিমে ট্রফি পেয়েছিলেন পেলেরা, কিন্তু সেই ট্রফি নাকি চুরি যায় ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর। এই ঘটনার পর থেকেই আর জয়ী দেশকে আসল ট্রফি দেওয়া হয় না, দেওয়া হয় কেবল প্রতিমূর্তি। অর্থাৎ খানিক সময়ের জন্যই তারা ছুঁয়ে দেখতে পারেন ট্রফিটি।