বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা (Argentina)। দু ম্যাচে তিন পয়েন্ট পাওয়া লিওনেল মেসিদের নক আউটে পৌঁছতে এই ম্যাচে জিততেই হবে। কিন্তু বুধবার রাতে ম্যাচে সেই চেনা নীল সাদা জার্সিতেমাঠে নামছেন না মেসি (Messi(-ডিমারিয়ারা।
তার বদলে মারাদোনার দেশের ফুটবলারদের গায়ে থাকবে বেগুনি রঙের জার্সি (Purple Jersey)। তবে এই ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে জোর চর্চা। কেউ বলছেন, জার্সির রং বদলালে কিচ্ছু যায় আসে না, কেউ বলছেন, কেন, নীল-সাদাতেই তো সেরা খেলাগুলো খেলে মেসির দেশ। কোনও আর্জেন্টিনা সমর্থকের আবার দাবি, কেন, পোল্যান্ড তাহলে জার্সি বদলাক, আর্জেন্টিনাকেই কেন বদলাতে হবে?
Qatar 2022: Rainbow flag: ম্যাচের মাঝেই প্রতিবাদ! কাতারের মাঠে রামধনু পতাকা জড়িয়ে প্রবেশ এক দর্শকের
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মেসি ম্যাজিকের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব, কিন্তু প্রথম ম্যাচে হারের ফলে নক আউট এখনও নিশ্চিত নয়, সে ক্ষেত্রে বেগুনি জার্সি পয়া, না অপয়া, তা অবশ্য বলবে সময়।