শনিবার মাঝ রাত। কাতারের আল আহমেদ বিন স্টেডিয়ামজুড়ে নীল-সাদা উচ্ছ্বাস। ১০০০ তম ম্যাচে, মেসির পায়েই তৈরি হল সেই ম্যাজিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্বপ্নের জয় এল আর্জেন্টিনার।
গ্যালারিতে তখন অসংখ্য নীল-সাদা সমর্থকের পাশাপাশি রয়েছেন ১০ নম্বর জার্সির পরিবারের সদস্যরাও। স্ত্রী, শ্বশুর, ছেলে-মেয়েরা আনন্দে লাফাচ্ছেন। পরিবারের সেই উচ্ছ্বাসের মুহূর্ত এক সাংবাদিক মেসিকে দেখাতেই জাদুকরের ঠোঁটে প্রশান্তির হাসি। গোল করার পরই পরিবারের দিকে ছুড়ে দিয়েছিলে ফ্লাইং কিস।
Reasons for leaving job: বস বাজে, ৫০ শতাংশ কর্মী চাকরি ছাড়েন এই কারণেই চাকরি ছাড়েন
বিশ্বকাপ শুরুর সময় থেকেই বিতর্ক পিছু ছাড়েনি মেসির। প্রথম ম্যাচে হার, পরের ম্যাচে পেনাল্টি মিস, একের পর এক ব্যর্থতা ঘিরে রেখেছিল আর্জেন্টিনার তারকাকে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর মেসিকে পাওয়া গেল তাঁর পুরনো ছন্দে, পুরনো মেজাজে।