ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁকে (PSG) বিড়ম্বনায় ফেলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। কারণ আর্জেন্টাইন (Argentina) অধিনায়ক লিও ফ্রান্সের ক্লাবের কাছে আবেদন করেছেন পিএসজি (PSG) সমর্থকদের সামনে তিনি বিশ্বকাপ (World Cup) তুলবেন। যা শুনে কার্যত বিপাকে পড়েছে পিএসজি। যদিও, তারা কী করবেন তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।
পিএসজি ক্লাবের হয়ে খেলেন মেসি এবং এমবাপে। ফাইনালে তাঁরা দুজনে নিজেদের দেশের হয়ে একে অপরের মুখোমুখি হয়েছেন। এরপর ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
আরও পড়ুন- এক অ্যাপেই দেখা যাবে সমস্ত বড় খেলা, বিশ্বকাপের পর আইপিএল এবং অলিম্পিক্সও
এরপর থেকেই এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার বিজয় উৎসবে এমবাপেকে কটাক্ষ করেন। ফলে পরিস্থিতি বেশ খানিকটা প্রতিকূলে রয়েছে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাফি মেসিকে অভিনন্দন জানিয়েছেন বটে কিন্তু এমবাপেকে সন্তুষ্ট রাখাও তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ।