অবসর ঘোষণা করলেন বিশ্বখ্যাত জার্মান ফুটবলার তথা বিশ্বকাপজয়ী জার্মানি দলের সদস্য মেসুট ওজিল। জার্মানির জাতীয় দলের হয়ে মোট ৯২'টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওজিল। মাত্র ৩৪ বছর বয়সেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজের ১৭ বছরের কেরিয়ারে ইতি টানলেন। কারণ হিসেবে তিনি জানান, বিগত কয়েক মাসে ঘনঘন চোট পাওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অবসরে একটি যুগের অবসান হল।
শুধু জার্মানির জাতীয় দলের হয়েই নয়, ক্লাব দলের হয়েও ওজিলের কেরিয়ার রীতিমতো ঈর্ষণীয়।
অবসরের ঘোষণার পর তিনি ভবিষ্যতে কী করবেন তা জানাননি। তবে তিনি যে বড় কিছু করতে চলেছেন তার ইঙ্গিত দিয়েছেন।