বৃহস্পতিবার চলতি আইপিএলের (IPL 2022) ৩৩-তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ম্যাচটি আয়োজিত হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৬'টি ম্যাচ খেলেছে মুম্বই (Mumbai Indians)।
প্রত্যেকটিতেই হেরেছে তারা। আইপিএলের (IPL) ইতিহাসে এমন শোচনীয় অবস্থা তাদের হয়নি কখনও। লিগ টেবিলে রয়েছে একদম তলায়। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অবস্থাও খুব ভাল নয়।
আরও পড়ুন: বাঁশদ্রোণী শুটআউটে কে গুলি চালিয়েছিল, ফরেনসিক পরীক্ষায় উঠে এল নতুন তথ্য
৬'টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র ১'টিতে। হার ৫'টি ম্যাচে। মাত্র ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলে মুম্বই ইন্ডিয়ান্সের ঠিক ওপরে। নবম স্থানে।
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের আগের ম্যাচ হেরে গিয়েছিল লখনউ সুপার জায়ান্সটসের (Lucknow Super Giants) কাছে। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৯ রান তুলেছিল লখনউ। দুর্ধর্ষ শতরান করেন কে এল রাহুল। ৬০ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। মনীশ পান্ডে করেন ৩৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ঈশান কিশান ও রোহিত শর্মাকে দ্রুত হারিয়ে ফেলে মুম্বই (Mumbai Indians)। তাঁদের দুজনের সংগ্রহ যথাক্রমে ১৩ রান ও ৬ রান। ডিওয়াল্স ব্রেভিস ৩১ রান করেন। সূর্যকুমার যাদব করেন ৩৭ রান। ১৮১ রানের বেশি তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি তারা হেরে যায় ১৮ রানে।
অপরদিকে, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাদের আগের ম্যাচে হারে গুজরাট টাইটানসের কাছে। রুতুরাজ গায়কোয়াড়ের দারুণ ঝকঝকে ৭৩ রান ও অম্বাতি রায়াড়ুর ৪৬ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৬৯ তোলে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড মিলারের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৩ উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট।