রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। মেলবোর্নে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাক-ভারত। স্বভাবতই টিভির সামনে থেকে সরতে পারছেন না দেশবাসী। মীর ও তার ব্যতিক্রম নন। ফুড ডেলিভারি অ্যাপে সিঙারা অর্ডার করে, এক্কেবারে ঘরোয়া পোশাকে ম্যাচ দেখতে বসেছিলেন জনপ্রিয় সঞ্চালক তথা অভিনেতা মীর আফসার আলি (Mir Afsar Ali)।
সময় মতো খাবার নিয়ে মীরের দরজায় কড়া নাড়লেন ডেলিভারি বয়৷ কিন্তু এবার ছবিটা হল এক্কেবারে অন্যরকম। খাবার নিয়ে মুখের উপর দরজা বন্ধ নয়, বরং হাত ধরে টেনে মধুসূদন দাস নামের ওই ডেলিভারি বয়কে ঘরে এনে বসালেন মীর। একসঙ্গে বসে দেখলেন ইন্ডিয়া-পাকিস্তানের টানটান ম্যাচ।
এই কাণ্ড দেখে মধুসূদন কার্যত হতবাক। তারপর ধীরে ধীরে তিনিও বেশ মানিয়ে নিলেন। মীরকে জানালেন বাড়িতে কে কে রয়েছে, সারাদিকে কটা অর্ডার উঠল সবটাই। এই সম্পূর্ণ ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মীরের প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়েছেন নেটবাসী। বিভেদের এই সমাজে মীর-মধুসূদন মিলে গেলেন।