ম্যাচ শুরুর আগে বিশেষজ্ঞরা আলোচনা করছিলেন আর্জেন্টিনা কত গোলে জিতবে তাই নিয়ে৷ আলোচনা হচ্ছিল লিওলেন মেসি কেমন খেলবেন তা নিয়েও। কিন্তু খেলাটার নাম যখন ফুটবল, সেখানে সব সম্ভব। মেসি সহ গোটা আর্জেন্টিনা টিমকে নাস্তানাবুদ করে ছাড়ল সৌদি আরব। ফিফার ক্রমতালিকায় ৩ নম্বরে থাকা দেশকে হারতে হল ৫১ নম্বরে থাকা দেশের কাছে। ম্যাচের নায়ক হয়ে উঠলেন সৌদি আরবের ৬ ফুট ২ ইঞ্চির গোলরক্ষক মোহাম্মদ আলওয়াসি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স আটকে দিল মেসি, ডি মারিয়ার তারকাখচিত দলকে।
FIFA World Cup Lionel Messi : ড্র বদলে গেল হারের খতিয়ানে, ফের মাথা নিচু করেই মাঠ ছাড়লেন মেসি
কার্যত পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন তিনি সৌদি আরবের গোলমুখে। খেলার শেষলগ্নে হলুদ কার্ডও দেখলেন। কিন্তু দেশের জন্য এনে দিলেন ঐতিহাসিক জয়।
ম্যাচের একদম শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন মেসিরা। কিন্তু পেনাল্টি থেকে একবার গোল করা ছাড়া সৌদি আরবের দুর্গের শেষ প্রহরীকে হার মানাতে পারেননি তাঁরা। প্রথমার্ধে তিনবার সৌদি আরবের জালে বল জড়িয়ে দেন মেসি, মার্টিনেজরা। কিন্তু প্রতিবারই অফসাইডের জন্য গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে কার্যত দুর্ভেদ্য হয়ে ওঠেন সৌদি গোলরক্ষক।
ঠিক কতবার নিজেদের দুর্গ রক্ষ করেছেন আলওয়াইসি? অন্তত ৭ বার৷ খেলার একদম শুরুতেই বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন মেসি৷ সেখান থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন সৌদি গোলরক্ষক।
২০১৫ সাল থেকে দেশের হয়ে খেলছেন আলওয়াসি৷ ২০১৮ সালের বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ১৯৯১ সালের ১০ অক্টোবর তাঁর জন্ম। আল সাবাব, আল আহলি ক্লাবে খেলেছেন৷ এখন খেলেন আল হিলাল ক্লাবের হয়ে। এদিন সম্ভবত খেললেন জীবনের অন্যতম স্মরণীয় ম্যাচ।