করোনা তাঁকে ঘরের মাঠে দুটি সিরিজ থেকেই ছিটকে দিয়েছিল। সেই করোনাকে জয় করে এবার অস্ট্রেলিয়া উড়ে গেলেন বাংলার স্পিডস্টার মহম্মদ শামি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় দল। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ শুরুর আগে চোট বিধ্বস্ত ভারতীয় দল। চোটের কারণে বুমরা নেই। সদ্য ছিটকে গিয়েছেন দীপক চাহারও। তাই মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের দরজা খুলতে পারে শামির কাছে। কারণ, মূল দলে তাঁকে রাখা হয়নি। রিজার্ভ ক্রিকেটার হিসাবেই তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। কিন্তু বুমরা-চাহার নেই। তাই স্বাভাবিক ভাবেই মহম্মদ শামি প্রথম চয়েজ হতে পারেন।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া। ১৭ তারিখ প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ম্য়াচেই হয়ত পরখ করা হতে পারে শামিকে। তাঁর সঙ্গেই অস্ট্রেলিয়া গিয়েছেন আর এক পেসার মহম্মদ সিরাজ।
আরও পড়ুন- T20 World Cup 2022 : সিনেমা হলে এবার বিশ্বকাপ, এই প্রথম টি-টোয়েন্টির লাইভ স্ট্রিমিং আইনক্সে
২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে এবারের টি২০ অভিযান শুরু করতে চাইছে ভারতীয় দল।