এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আগেই। যদিও চলতি বছরের IPL-এ খেলতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। তাহলে কি আগামী IPL-এও দেখা যাবে তাঁকে? এই নিয়ে জল্পনা চলছেই। তারই মধ্যে মুখ খুললেন ধোনির সতীর্থ মহম্মদ শামি। জানালেন ধোনির রিটায়ারমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে।
২০২০ সালের অগাস্ট মাসে একটি বড় ঘোষণা করেন ধোনি। জানিয়ে দেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। তারপর কেটে গিয়েছে কয়েকটা বছর। ODI থেকে অবসর নিলেও IPL-এ ফুল ফর্মে ২২ গজ দাপিয়ে বেরিয়েছেন। জল্পনা তৈরি হয়েছে ২০২৫ এর IPL এ তাঁকে নাও দেখা যেতে পারে। কারণ হিন্দি সংবাদমাধ্যম দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে প্রকাশ, ধোনির বিকল্প খুঁজতে শুরু করেছে চেন্নাই ম্যানেজমেন্ট।
ধোনির অবসরের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন মহম্মদ শামি। একটি ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মিডিয়ার লোকজন ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেও ধোনি নিজেই এবিষয়ে কোনও মন্তব্য করেননি।
এমনকি ধোনির সঙ্গে তাঁর এবিষয়ে একটি কথাবার্তার প্রসঙ্গও তুলে ধরেছেন শামি। তিনি জানিয়েছেন, ধোনি তাঁকে পরামর্শ দিয়েছেন দুটি কারণের জন্য খেলোয়াড়দের অবসর নেওয়া উচিত। প্রথমত যদি কোনও খেলোয়াড়ের কাছে খেলাটা একঘেঁয়ে হয়ে ওঠে এবং দ্বিতীয়ত যদি কোনও খেলোয়াড় মনে করেন তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে।