২৭ জুলাই ফের মাঠে নামবে মোহনবাগান এস জি। ডুরান্ড কাপে অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্টস। তার পরের দিন কলকাতা আসছেন দলের হেড কোচ হোসে মোলিনা। ২৯ জুলাই মোহনবাগান দিবসে পুরো টিমকে নিয়ে অনুশীলন করবেন তিনি।
চলতি মাসের ২৮ জুলাই হোসে মোলিনা শহরে পা রাখবেন। শুধু হোসে মোলিনা নয়, তাঁর সঙ্গে আসবেন সহকারী কোচ ইগর তাসেভস্কি। তিনি যুব স্তরে সার্বিয়ায় খেলেছিলেন। তারপর তিনি চলে আসেন স্পেনে। ভিলারিয়ালের মতো নামী দলকে কোচিং করিয়েছেন তিনি। নিজেও ছিলেন একজন ডিফেন্ডার।
কোচ, সহকারী কোচের সঙ্গে গোলকিপারের কোচ হিসেবে মোলিনার সঙ্গেই কলকাতায় আসছেন ফ্রান্সিসকো হোসে মার্তিনেজ নিওন। তাঁর ক্রীড়া জীবন কেটেছে স্পেনে।
ক্লাবের তরফে জানানো হয়েছে, মোলিনা এবং তাঁর সহকারী হিসেবে তিন বিদেশির পাশাপাশি ভারতীয় সহকারী কোচের পদে ফের ফেরানো হচ্ছে বাস্তব রায়কে। তিনি এর আগেও মোলিনার সহকারী হিসেবে কাজ করেছেন। ইতিমধ্যে যুব দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
এক নজরে মোহনবাগানের কোচিং এবং সাপোর্ট স্টাফ