দুটি ম্যাচের মাঝে ব্যবধান সাড়ে তিন বছরের। তবু, কোথাও গিয়ে দুই ম্যাচের ফলাফলের সঙ্গেই যেন মিলে গেল ম্যাচের মধ্যের একটি বিয়োগান্তক মুহূর্ত। হরমনপ্রীত কৌর এবং মহেন্দ্র সিং ধোনি। ভারতের দুই অধিনায়কই দুটি ভিন্ন বিশ্বকাপের সেমিফাইনালে প্রায় একইভাবে রান আউট হওয়ার মধ্যে দিয়ে মিলে গেলেন। নক-আউট পর্ব থেকেও তারপর ছিটকে গেল দল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হরমনপ্রীত যখন রান আউট হয়ে ফিরছেন, ভারতের জয়ের জন্য তখনও প্রয়োজন ৪০ রান। দ্বিতীয় রান নেওয়ার সময় ক্রিজে ঢোকার ছয় ইঞ্চি আগে ব্যাটটা মাটিতে আটকে যায়। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালিসা হিলি আউট করতে ভুল করেননি।
২০১৯ সালে ম্যাঞ্চেস্টারে অনেকটা এরকমই হয়েছিল। ভারতের জিততে দরকার যখন আর মাত্র ২৪ রান। সেই সময়ই রান আউট হয়ে গিয়েছিলেন ধোনি। বাউন্ডারি থেকে মার্টিন গাপ্টিলের ছোড়া বলে উইকেট ভেঙে যায়। শেষ হয়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।