তাঁর বয়স ৪৩ ছুঁইছুঁই, কিন্তু, ফিটনেস দেখে সে কথা বলবে সেই সাধ্য কার! এ কথা খুব ভাল মতো জানেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনিও। তিনি মনে করেন, 'খেলার মাঠে বয়সের জন্য আলাদা ছাড় পাওয়া যায় না'! চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪'টি ম্যাচেই খেলেছিলেন মাহি। একেবারে নিচের দিকে ব্যাট করতে এসেও রীতিমতো প্রভাববিস্তার করেছেন। যা তাঁর ভক্তদের মনে করিয়ে দিয়েছে সেই 'পুরনো ধোনি'র কথা। চলতি আইপিএলে ধোনির পারফরম্যান্স দেখে ওয়াকিবহালমহল মোটামুটি নিশ্চিত যে, তিনি অন্তত পরের দুটি আইপিএলে খেলতে পারবেন।
ধোনির কথায়, 'সবথেকে কঠিন ব্যাপার হল, আমি এখন সারা বছর ধরে আর ক্রিকেটটা খেলি না। তাই আমাকে ফিট থাকতে হয়। যাতে, মাঠে নামলে চরম প্রতিদ্বন্দ্বিতার মুখেও সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে লড়াইটা চালাতে পারি। পেশাদার ক্রিকেটের দুনিয়া তো খুব সহজ নয়। প্রতিদিন নিরন্তর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এবং, জিততে হয়। সেখানে আপনার বয়সের জন্য আলাদা করে আপনাকে কেউ ছাড় দেবে না"।