তাঁর অবসর নিয়ে জল্পনা রয়েছে অনেকদিনই। যদিও, ক্রিকেটপ্রেমীরা কেউই চান না তিনি অবসর নিন। কিন্তু, তিনি, মহেন্দ্র সিং ধোনি এই বিষয়টি নিয়ে নিজে কী ভাবছেন? ৪১ বছর বয়সী এই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের কথায় অবসর নেওয়ার ইঙ্গিত। চেন্নাই সুপার কিংসের একটি অনুষ্ঠানে মাহি বলেন, 'আমরা এখন আইপিএলের মাঝে আছি। আমি এমন কোনও কথাই বলতে চাই না, যা আমার কোচকে চাপে ফেলতে পারে। আমি কোচকে একদমই চাপে রাখতে চাই না'।
কেন এই কথা বললেন ধোনি? এ কি তবে তাঁর অবসরের দিন এগিয়ে আসার লক্ষণ? জল্পনা চলছেই ওয়াকিবহালমহলে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন ধোনি। তাঁর নেতৃত্বে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। এরপর ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ২০২১ সালে খেতাব জিতিয়েছেন।