আইপিএলের প্রস্তুতি শুরুর আগে রাজকীয় সম্বর্ধনা পেল চেন্নাই সুপার কিংস৷ শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে সিএসকে৷ তার আগে চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের ভালোবাসায় ভরিয়ে দিল চেন্নাই৷ টিমের সঙ্গে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ মাহি সিএসকের প্রাক্তন অধিনায়কও বটে। আইপিএলে তাঁর সাফল্য আকাশছোঁয়া। এবার তিনি চেন্নাই টিমের মেন্টর। মাহিকে ঘিরে উন্মদনা ছিল নজরকাড়া৷ আকাশী নীল টিশার্ট পরে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর মুখে ছিল কালো মাস্ক। তাতে ভারতীয় সেনাবাহিনীর লোগো।
Shah Rukh Khan: মন্নতের দেওয়াল বেয়ে সোজা শাহরুখের ঘরে...তারপর কী হল দুই বাদশাহ-ভক্তের?
বিমানবন্দরে ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় মাহিদের। বিপুল উচ্ছ্বাসের মধ্যে তাঁদের বরণ করে নেওয়া হয়। পুষ্পবৃষ্টি করা হয়। খেলা ছাড়ার পরেও চেন্নাই সুপার কিংসেরব সুপারস্টার যে সেই এমএসডি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।